Home » শোক সংবাদ: আমঝুপি বালিকা বিদ্যালয় এর সহকারি শিক্ষক এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

শোক সংবাদ: আমঝুপি বালিকা বিদ্যালয় এর সহকারি শিক্ষক এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
564 ভিউস

শোক সংবাদ
২৭/০৩/২৪
আমঝুপি বালিকা বিদ্যালয় এর সহকারি শিক্ষকও আমঝুপি বিশ্বাস পাড়ার হানিফ বিশ্বাসের ছেলে আসাদুল মাষ্টার। গত সপ্তাহে মোটরসাইকেল এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে সন্তান ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেলেন । তার জানাজার নামাজ পরে জানানো হবে বলে জানিয়েছেন তার পরিবার থেকে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন