Home » রমযান মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে রোজা

রমযান মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে রোজা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1594 ভিউস

মেহেরপুর চিত্র
১১/০৩/২৪
পবিত্র রমযান মাসে চাঁদ দেখা গেছে তাই আগামীকাল মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় মাস। রমজান মাসে ৩০ টি রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই জন্য মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, দর্শক , দেশ-বিদেশ থেকে যারা মেহেরপুর চিত্র দেখেন এবং লাইক দেন তাদেরকে পবিত্র মাহে রমজানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন