Home » একটি শোক সংবাদ।

একটি শোক সংবাদ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
763 ভিউস

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি উত্তর পাড়া মরহুম ইসহাক মন্ডলের ছেলে, সকলে অতি পরিচিত মুখ কালো মণ্ডল। আজ রাত ১:৩০ মিনিট এর সময় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১১ টার আমঝুপি উত্তরপাড়া গোরস্থান ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার পরিবার থেকে জানিয়েছেন। মহান আল্লাহ পাক যেনো মরহুম পরিবারের প্রতি ধৈর্য ধরন করার তৌফিক দান করুন আমিন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন