Home » মেহেরপুর বারাদি মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

মেহেরপুর বারাদি মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
893 ভিউস

নিজস্ব সংবাদদাতা
মেহেরপুর বারাদি মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি । স্বাগত বক্তব্য রাখেন মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তাগণ , শিক্ষক মন্ডলী ,অভিভাবক, সাংবাদিক, সুধীমহল সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন