Home » দৈনিক সংগ্রামের মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট

দৈনিক সংগ্রামের মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
776 ভিউস

গতকাল মঙ্গলবা১১,০১,২৩ তারিখে মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয় ২০২৩ বিলটি সংসদে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আলাদাভাবে সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদের প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এই খবর পেয়ে মেহেরপুর জেলা বাসী আনন্দিত।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন