Home » মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত-১

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত-১

কর্তৃক Md. Sohel Rana
791 ভিউস
  • মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে পাওয়ার টলির ধাক্কায় মুজারুল মন্ডল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ডিসেম্বর-২২) সকালের দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস সামনে এ দুর্ঘটনা ঘটে। মুজারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে। মুজারুল মণ্ডল সাইকেল চালিয়ে পিরোজপুর থেকে মেহেরপুর এর উদ্দেশ্যে রওনা হয়ে মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে এসে পৌঁছালে একটি পাওয়ার টলি তাকে ধাক্কা দেয় তিনি পিচের রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয় । সে সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন