Home » স্বাধীনতার মানে কি! -মুহম্মদ মহসীন

স্বাধীনতার মানে কি! -মুহম্মদ মহসীন

কর্তৃক Md. Sohel Rana
610 ভিউস

স্বাধীনতার মানে কি!
-মুহম্মদ মহসীন /মেহেরপুর

চা বিক্রেতা কালুর ছেলে
পিয়াজি ব্যাচে বাজারে
বাঁচার স্বপ্ন একটা তার
ভাজতে হবে ভাজারে
সেটাই সুখ হাজারে।

টোকাই ধীরু বর্জ্য কুড়ায়
সন্ধ্যা সকাল শহরে
কষ্ট যে তাঁর আচ্ছা রকম
জীবন যেন ডহরে
নষ্টের এক বহরে।

সাধুর মা পারু বেওয়া
বিটিসি পাতা বাছে যে
এক বেলাতে খাবার জোটে
ফালতু যেন বাঁচা যে
হাজার কষ্টে আছে যে।

জানতে মানা হয়তো ওদের
স্বাধীনতার মানে কি
প্রশ্ন করলে করতে পারো
ওরা ওসব জানে কি
চলে রাষ্ট্রের দানে কি।

সাধীনতার পকেট মেরে
কেউবা লাট সাহেবে
সভ্যতা সব উধাও নাকি
কেউ বলছে গায়েবে
হয়তো হা তা হবে।

বস্তির শিশু মায়ের বুকে
দুধ পায়না যখন
পদ্মাসেতুর অর্জন নিয়ে
চলছে কথা তখন
থাক না ওসব এখন।

স্বাধীনতার সব সুবিধা
কেউবা দখল করেন
স্বাধীনতা কেউ খুঁজতে গিয়ে
মিছিলে আজও মরেন
নেইকো ভালো হরেন।

এমন করে দিন যায় যে
৫০ তার ছুঁয়েছে
কেউ সুবিধা পেয়ে গেল
কেউবা শুধুই ক্ষুয়েছে
কষ্ট কতই চুয়েছে। পান্ডুলিপি আছে

কবি, ছড়াকার, সংগঠক –মুহম্মদ মহসীন, মেহেরপুর।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন