Home » “পালা বদলে ” -মোঃ নজরুল ইসলাম

“পালা বদলে ” -মোঃ নজরুল ইসলাম

কর্তৃক Md. Sohel Rana
850 ভিউস
মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
“পালা বদলে “
-মোঃ নজরুল ইসলাম, যশোর।
ভেঙেছিলি ঘর
কেঁটে ছিলি গাছ
জমি করেছিস দখল
বেঁচে নিলি বাঁশ।
দিয়ে ছিলি মামলা
খেললো ঝিকরগাছার
মিজান দারোগা।
বিক্রি করল বিবেক বুদ্ধি আইন
বাঁজল ছাত্র জীবনের বারোটা,
‘মা’ বাড়ি ছেড়ে,
নিশি গেছে কত নির্ঘুমে
হেঁটেছি কেবল ,
পেয়েছি মানুষ বীরভূমে।
ধরলি চাঁদা নিলি ছলে বলে
সবই আছে মনে,
শোধ হবে পালা বদলে।
অবিচার দেখেও করলি ভান
মানবিকতার আবেদনে দিলি না সাঁড়া
সত্যিই মানুষ তোরা-
ক্ষমতা দাপট লোভে
আগা গোড়া মোড়া।
-রচনাকাল-১/১২/২২, যশোর।
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন