প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২২, ৫:২৯ অপরাহ্ণ
“পালা বদলে ” -মোঃ নজরুল ইসলাম
মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
"পালা বদলে "
-মোঃ নজরুল ইসলাম, যশোর।
ভেঙেছিলি ঘর
কেঁটে ছিলি গাছ
জমি করেছিস দখল
বেঁচে নিলি বাঁশ।
দিয়ে ছিলি মামলা
খেললো ঝিকরগাছার
মিজান দারোগা।
বিক্রি করল বিবেক বুদ্ধি আইন
বাঁজল ছাত্র জীবনের বারোটা,
'মা' বাড়ি ছেড়ে,
নিশি গেছে কত নির্ঘুমে
হেঁটেছি কেবল ,
পেয়েছি মানুষ বীরভূমে।
ধরলি চাঁদা নিলি ছলে বলে
সবই আছে মনে,
শোধ হবে পালা বদলে।
অবিচার দেখেও করলি ভান
মানবিকতার আবেদনে দিলি না সাঁড়া
সত্যিই মানুষ তোরা-
ক্ষমতা দাপট লোভে
আগা গোড়া মোড়া।
-রচনাকাল-১/১২/২২, যশোর।
Copyright © 2025 Meherpur Chitra. All rights reserved.