- মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-
অন্য রকম দিব্যি
-এস এম মাসুদ রানা, ময়মনসিংহ।
আমি চেঁচুয়া শাপলা বিলের
দিব্যি খেয়ে বলছি,
তোমাকে হেমন্তের একমুঠো উড়ন্ত
কুয়াশা দিবো।
আমি সবুজ ত্রিশাল উপজেলার
দিব্যি খেয়ে বলছি,
তোমাকে এক আকাশ নির্ভেজাল
অক্সিজেন দিবো।
আমি সূতিয়া নদীর
দিব্যি খেয়ে বলছি,
নদীর বুকে দলবেঁধে ভেসে বেড়ানো
রাজহাঁসের মাংসের রোস্ট খাওয়াবো।
আমি ত্রিশাল দরিরামপুর বাস স্টেশনে
দিব্যি খেয়ে বলছি,
তোমাকে যানজট মুক্ত ত্রিশাল দিবো।
-এস এম মাসুদ রানা, কবি, সাংবাদিক, ময়মনসিংহ।