মেহেরপুর চিত্র
১৩/১০/২৩
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে, বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ৯ সময়
জেলা প্রাণিসম্পদ সদর দপ্তর অফিসের সামনে থেকে রেলিটি মেহেরপুর জেলার প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায়, সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম হোসেন উপপরিচালক এল জিডি মেহেরপুর, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মেহেরপুর, মোঃ জাহাঙ্গীর সেলিম (ইন্সপেক্টর অপারেশন) জেলা পুলিশ মেহেরপুর সদর, ডাঃ হারিফুল হাদিস(E, L, O) মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাক্তার আলাউদ্দিন গাংনি উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা, রহমাতুল্লাহ উপসহকারী প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা মেহেরপুর। এ সময় সাংবাদিকগণ, মেহেরপুর সদর ও জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারীগণ সহ মেহেরপুর জেলার খামারীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন ডিমে-পুষ্টি ডিমের শক্তি ডিমে আছে রোগ মুক্তি এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসে কাজ করে চলছে মাঠ পর্যায়ে। প্রত্যেক মানুষকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন । তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন (এমপি ) পরামর্শে মেহেরপুর জেলায় গত মাসে ৯ অক্টোবর হতে ১০ দিনব্যাপী মেহেরপুর জেলায় ৬ লক্ষ ৫০ হাজার পি, পি আর ছাগল ও ভেড়ার ফ্রি ভ্যাকসিন চলমান রয়েছে।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিশ্ব ডিম দিবসে র্যালি ও আলোচনা সভা
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০
পূর্ববর্তী পোস্ট