Home » বিজিবির কাছে ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

বিজিবির কাছে ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
29 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
(১৪-০৮-২০২৫) :
পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। আজ বেলা সাড়ে ১২ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার এবংবিএসএফ পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার । হস্তান্তরিত ৯ বাংলাদেশী সকলেই ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা। এদের মধ্যে ২জন পুরুষ , ১ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। তাহলে হলেন মোঃআবু সাইদ (৪৫),
বিউটি বেগম(৪০)
মোঃ সম্রান (০৭),
সিমলা আক্তার (১১), ।জামাল শেখ @ বদির (৩৯),
ডলি আক্তার (২৫), ফরিদপুর। লামিয়া আক্তার (০৬), বদির, ,আলী আকবর (০৪),
সাদিয়া (০১),
হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন