মুজিবনগর সংবাদদাতা
(১৪-০৮-২০২৫) :
পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। আজ বেলা সাড়ে ১২ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার এবংবিএসএফ পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার । হস্তান্তরিত ৯ বাংলাদেশী সকলেই ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা। এদের মধ্যে ২জন পুরুষ , ১ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। তাহলে হলেন মোঃআবু সাইদ (৪৫),
বিউটি বেগম(৪০)
মোঃ সম্রান (০৭),
সিমলা আক্তার (১১), ।জামাল শেখ @ বদির (৩৯),
ডলি আক্তার (২৫), ফরিদপুর। লামিয়া আক্তার (০৬), বদির, ,আলী আকবর (০৪),
সাদিয়া (০১),
হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।