Home » না ফেরার দেশে চলে গেলেন ইত্যাদি কণ্ঠশিল্পী খ্যাত আকবর

না ফেরার দেশে চলে গেলেন ইত্যাদি কণ্ঠশিল্পী খ্যাত আকবর

কর্তৃক Md. Sohel Rana
831 ভিউস

মিডিয়া ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন গায়ক আকবর! অনেক বছর বাঁচতে চেয়েছিলেন ইত্যাদি থেকে উঠে আসা শিল্পী আকবর। কিন্তু শেষমেষ হার মানতেই হলো তাকে, বিধাতার ডাকে সারা দিয়ে। রবিবার (১৩নভেম্বর-২২) বিদায় নিলেন এই দুনিয়া থেকে ইত্যাদি কণ্ঠশিল্পী খ্যাত আকবর। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রজিঊন)

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন