মিডিয়া ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন গায়ক আকবর! অনেক বছর বাঁচতে চেয়েছিলেন ইত্যাদি থেকে উঠে আসা শিল্পী আকবর। কিন্তু শেষমেষ হার মানতেই হলো তাকে, বিধাতার ডাকে সারা দিয়ে। রবিবার (১৩নভেম্বর-২২) বিদায় নিলেন এই দুনিয়া থেকে ইত্যাদি কণ্ঠশিল্পী খ্যাত আকবর। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রজিঊন)