- “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-
একটু ছুঁতে
-আব্দুস সাত্তার শাহারী, খুলনা।
হাসনাহেনা কইগো তোমার
রাতের সুবাস গন্ধ।
জোনাক-ঝিঁঝিঁর কলতানে
গাঁথছে হাওয়া ছন্দ।
পদ্ম দিঘীর শব্দ-জলে
পদ্ম ফুলের দলযে।
নড়েচড়ে দিচ্ছে উঁকি
ডাকছে হিজল বনযে।
জ্যোৎস্না রাতে চাঁদের দেশে
আলোর মেলা চলছে।
ঝিকিমিকি ঝাউয়ের বনে
সবুজ শাখা দুলছে।
রাতের হুতুম ডাক ছেড়েছে
বাদুড় তোরা কই।
এইতো সুযোগ ফসল ক্ষেতে
বাঁধাবো হইচই।
দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়
পদ্ম পুকুর গ্রামযে।
একটু ছুঁতে সেথায় যেতে
চায় আমার এ মনযে।
———————-
-আব্দুস সাত্তার শাহারী, খুলনা। ৩০/৯/২০