Home » স্বাধীনতা -আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ

স্বাধীনতা -আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ

কর্তৃক Md. Sohel Rana
516 ভিউস
  • “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

স্বাধীনতা
আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
(অক্ষর বৃত্ত)

স্বাধীনতা,স্বাধীনতা,স্বাধীনতা,
কাঙ্কিত মহান এ স্বাধীনতা।

লালসবুজ পতাকা আছে যেথা,
আমরা রয়েছি আমজনতা।

ভূলবনা আমরা তাদের কথা
যারা এনেছে এই স্বাধীনতা।

তাদেরই ষ্মৃতি হৃদয়ের সেথা
থাকবে যুগান্তর ধরে গাঁথা।

শহিদের রক্তেই মুক্ত এ দেশ,
পেয়েছি মোরা স্বাধীন স্বদেশ।

ত্রিশ লক্ষ শহীদের রক্ত ঝরা,
দীর্ঘ নয়টি মাস যুদ্ধ করা।

শত শত রমণী সম্ভ্রম হারা
বুদ্ধিজীবীদেরও হত্যা করা।

বীরাঙ্গনার আর্তনাদের কথা
ছেলেহারা মায়ের বুকে ব্যাথা।

যতদিন থাকবে স্বাধীন দেশ
ততদিন রবে অম্লান আবেশ।

হৃদয়ে ধরে রাখবে স্মৃতিকথা,
সারা বাংলার সব জনতা।

স্বামিহারা কেউ আবার স্ত্রীহারা,
পিতৃহারা কেউবা পুত্র হারা।

অকাতরে জীবন দিয়েছে যারা,
চির অমর হয়ে রবে তারা।

মহান স্বাধীনতা যাদের দান,
আমরা দেব তার প্রতিদান।

স্মৃতির মিনার এ যে স্বাধীনতা,
চিরদিন রবে হৃদয়ে গাঁথা।

ইতিহাসে থাকবেই যথাতথা,
ঘুঁচবে মায়ের বুকের ব্যাথা।

লেখকঃ আলহাজ শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ। গীতিকার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন