Home » সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ -আমির মুহাম্মদ খসরু

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ -আমির মুহাম্মদ খসরু

কর্তৃক Md. Sohel Rana
490 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের  সাপ্তাহিক সাহিত্য পাতা-

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
-আমির মুহাম্মদ খসরু, মেহেরপুর।

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা- ইলাহা ইল্লাল্লাহ,
এই তাজবিহ তে পাগল করো
দোজাহানের মালিক মাওলা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা- ইলাহা ইল্লাল্লাহ-।।

তৌফিক দাও মোর দমে দমে
তাজবিহ জপি তোমার নামে,
মুছে দাও মোর অন্তর কালি
খুলে দাও গো হৃদয় তালা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা- ইলাহা ইল্লাল্লাহ-।।

তাজবিহ যদি মনে গাথে
আর কি লাগে তাহার সাথে,
জড়িয়ে দাও মোর বুকের মাঝে
তোমার নামের তাজবি মালা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা- ইলাহা ইল্লাল্লাহ-।।

পাগল হবো তোমার জন্য
তোমায় ছাড়া চাইনা অন্য
তোমার প্রিয় বান্দার মত,
আমায় করো আল্লাহ ওয়ালা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা- ইলাহা ইল্লাল্লাহ-।।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন