Home » সাংবাদিক আক্তারুজ্জামানের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠণের শোক প্রকাশ-

সাংবাদিক আক্তারুজ্জামানের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠণের শোক প্রকাশ-

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
497 ভিউস

জাতীয় দৈনিক “সংগ্রাম” পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এবং “মেহেরপুর চিত্র” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ আক্তারুজ্জামান ভাইয়ের মায়ের মৃত্যুতে মোমেনশাহী দর্পণ, খুলনা সাহিত্য একাডেমি , খুলনা সম্মিলিত লেখক ফোরাম , বৃহত্তর খুলনা কবি লেখক ঐক্য পরিষদ, উন্মীলন সাহিত্য ও সমাজ কল্যাণ সংগঠন, খুলনা স্কুল অনলাইন এডুকেশন পরিবার, পরকালের কাফেলা ও আমরা জনতার বন্ধু (আজব) সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, বৃহত্তর ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মোঃ জুবায়েদ হোসেন, রফিকুল হাসান মুন্না, হায়দার আলী, বাগেরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, বাগেরহাট জেলা সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, সিবিএ’র সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দীন পাটোয়ারী, মোংলা পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মান্নান ও বাবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ হোসেন কাকন, ফিরোজ আহমেদ, এনায়েত হোসেন, ইমরান হোসেন, ইউসুফ আলী, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, শাফায়াত হোসেন, দুলাল মিয়া, নুরুল ইসলাম, শাহজাহান হোসেন, মৃন্ময়, জামাল উদ্দিন, জাহিদ হোসেন প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন