Home » সত্য পথে থাক  -আমির মুহাম্মদ খসরু

সত্য পথে থাক  -আমির মুহাম্মদ খসরু

কর্তৃক Md. Sohel Rana
488 ভিউস

“মেহেরপুর চিত্র”র  সাপ্তাহিক শুক্রবারের  সাহিত্য পাতা-

সত্য পথে থাক 
-আমির মুহাম্মদ খসরু, মেহেরপুর।

সত্য পথে থাকরে ও মন সত্য পথে থাক
মিথ্যা পথে নিস কেন তুই বারে বারে বাক।।

সত্য করে মিথ্যা বলিস কত জনের সনে
কেউ জানে না কেউ বোঝেনা ভাবিস সদা মনে,
আলগা হয় যে ও-বোকা মন যা করিস রাগ ঢাক।

সত্য পথে থাকরে ও-মন সত্য পথে থাক,
মিথ্যা পথে নিস কেন তুই বারে বারে বাক।।

মিথ্যা যাহা বলিস ও-তুই দুনিয়াদারীর তরে
হয় না যে তোর দুনিয়াদারি হয়না পরপারে,
যা হয়েছে খুব হয়েছে মিথ্যা এবার রাখ।

সত্য পথে থাকরে ও-মন সত্য পথে থাক
মিথ্যা পথে নিস কেন তুই বারে বারে বাঁক।।

অতি সত্য পথ যেটা তোর সেই কথাটা বলি
মরন যে তোর অতি সত্য দেখ না ওরে তলী,
মরণ ভাবনা অন্তরে রাখ আসবে কখন ডাক।

সত্য পথে থাকরে ও মন সত্য পথে থাক,
মিথ্যা পথে নিস কেন তুই বারে বারে বাক।।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন