Home » সাংবাদিক শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

সাংবাদিক শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
526 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর জেলার প্রিন্ট ও অনলাইন ভিত্তিক পত্রিকা “মেহেরপুর প্রতিদিন” এর আমঝুপি প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলামের আম্মা শনিবার (২৬নভেম্বার-২২) সকাল ৮.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন) মরহুমার জানাজার নামাজ বাদ আসর, আমঝুপি উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্থান মাঠে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। মরহুমার পক্ষ থেকে সাংবাদিক শহীদুল ইসলাম সকলকে জানাজায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
“মেহেরপুর চিত্র” সাংবাদিক পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমীন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন