Home » শীতের সুখ -চিত্তরঞ্জন সাহা চিতু

শীতের সুখ -চিত্তরঞ্জন সাহা চিতু

কর্তৃক Md. Sohel Rana
443 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাপ্তাহিক সাহিত্য পাতা-

শীতের সুখ
-চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা।

শীতটা যেন এই বাঙালির
অন্য রকম সুখ,
মিষ্টি হিমেল পাগলা হাওয়া
জুড়াই সবার বুক।

হিম কুয়াশার চাদর নিয়ে
দেশটা দেখি ঢাকে,
শিল্পিরা সব রং তুলিতে
রঙিন ছবি আঁকে।

গাঁও গেরামে পিঠা পুলির
ধুম পড়ে যায় ঘরে,
খেঁজুর রসে ঠোট ভেজাতে
খুশিতে মন ভরে।

শীত তাড়াতে পথের ধারে
আগুন আগুন খেলা,
আলোর ঝলক ঝিলিক ঝিলিক
বসে পোষের মেলা।

বছর ঘুরে দেশটা জুড়ে
শীতটা ছুটে আসে,
কষ্ট সুখের হিম খুশীতে
এই বাঙালি ভাসে।

-বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন