Home » শীতের পদাবলী -দিলারা জাহান

শীতের পদাবলী -দিলারা জাহান

কর্তৃক Md. Sohel Rana
603 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

শীতের পদাবলী
-দিলারা জাহান, মেহেরপুর।

শীত এলো শৈত্য নিয়ে
আমরা মরছি কেঁপে,
শীত প্রতিরোধ হয়না
কাঁথা কম্বোল লেপে।

শীত নিলো লজ্জা শরম
নিলো কূল মান
কেমন করে শীতকে নিয়ে
গাইব সুখের গান।

শীতের কথা বলব কথা
মনে জ্বালা দারুন,
খড়ের দাম এতো বেশী
জ্বালা যায়না আগুন।

গরীব দুঃখী শীতে কাঁপে
ধনীরা সব বাবু,
শীত এবার বাদ দেয়নি
কে হবু আর করে সবু।

শীতের হাত হতে নেই
বুঝি কারো নিস্তার,
দেহ মনে সব খানে
শীত করে বিস্তার।

শীত কবে চলে যাবে
কবে যাবে শৈত্য,
হিম বুড়ি হিমালয় ছেড়ে
বেছে নিলো মর্ত্য।

এই শীতে এসো সবে
হাত দুটি বাড়াই,
দুঃখী অসহায় দের
পাশে সবে দাঁড়াই।

শীতের পদাবলী লিখা
হবেনা কভু শেষ,
আমরা সবাই কষ্টে আছি
দুঃখ আছে দেশ।

শৈত আানে সোনার সময়
খুশি থাকে মন
কর্ম যদিও হয় কামায়,
আনন্দ থাকে সারাক্ষণ
আাবার সুযোগ বুঝে
গরম তাপে আগুন ধরে জামায়।

লেখক- দিলারা জাহান, মানবাধিকার কর্মী, সমাজ সেবক, সংগঠক, মেহেরপুর।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন