
- শিশু-কিশোর তরুণ প্রবীণের প্রাণোচ্ছল শ্রীমঙ্গলের বিজয় মেলা
- বিশেষ প্রতিবেদক
সৈয়দ মিজানুর রহমান; (শ্রীমঙ্গল) সিলেটঃ “শিশু-কিশোর তরুণ প্রবীণের প্রাণোচ্ছল কলতানে প্রতিদিন শৈশব উঁকি দেয় শ্রীমঙ্গল বিজয় মেলায়। শৈশবে হারানো যায় এখানে, এই শেখ রাসেল শিশু উদ্যানের বিজয় মেলায়!

ঘোড়া দৌড় খেলার দোলনা
১মাস ব্যাপী বিজয় মেলা চলবে- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের শিক্ষা সাহিত্য সংস্কৃতি নাটক থিয়েটার সভা সমাবেশের মিলনস্থল কলেজ রোডস্থ ভিক্টোরিয়া মাঠ ঘেঁষা ঐতিহাসিক শেখ রাসেল শিশু উদ্যানে! প্রতিদিন সেই সকাল হতে রাত অবধি চলছে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে বাঙালীর প্রাণের বিজয় মেলা! বিভিন্ন বিনোদন ও বাঙালির প্রিয় সকল খাবারের পসরা সাজানো হয়েছে এখানে!

শিশু বিনোদনের দোলনা
বিনোদনের নজরকাড়া নয়নাভিরাম আয়োজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- শিশুদের স্লিপার, রোলার বল, ওয়ারার বুট, হানি সিন, ইলেক্ট্রনিক নৌকা দোলনা, নাগর দোলা, ঘোড়া দৌর, লাঠম চক্কর! ছোট্টরা নির্ভীকভাবে এ সমস্ত ঘুরন্ত দূরন্ত যান্ত্রিক বিনোদনে অনায়াসে চড়ে দোলায়িত মুখরিত হচ্ছে। মুখরোচক খাবার অপেক্ষা বিনোদনে ব্যস্ত খেলায় মত্ত হয়ে উঠেই মেলাকে সাজিয়ে তোলে এক শৈশবের পরিচিত দ্যোতনায়! সেইসাথে বড়রাও শিশুকে এসকল যন্ত্রখেলায় ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে সোনালী অতিতে, দূরন্ত শৈশবে হারিয়ে যান..”