Home » শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি মেহেরপুর,মুজিবনগর,গাংনী উপজেলায় জেলায় শিক্ষক দিবস পালিত

শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি মেহেরপুর,মুজিবনগর,গাংনী উপজেলায় জেলায় শিক্ষক দিবস পালিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
549 ভিউস

খাইরুল বাশার
২৭/১০/২২
মেহেরপুর জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপু, মুজিবনগ,গাংনী উপজেলায় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল নটার সময় মেহেরপুর শামসুজ্জোহা পার্কে থেকে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ শিল্পকলা অ্যাক্যাডেমিক গিয়ে শেষ হয়। মেহেরপুর জেলার গাংনী উপজেলায,মুজিবনগর মুজিবনগর উপজেলায়, তিন উপজেলায় শসা আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন
সরকারি বেসরকারি কলেজ,মাধ্যমিক বিদ্যালয়,কিন্টার গার্ডেন স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই রেলিতে অংশগ্রহণ করে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন