Home » মোমেনশাহী দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পিতার ইন্তেকাল

মোমেনশাহী দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পিতার ইন্তেকাল

কর্তৃক Md. Sohel Rana
1400 ভিউস

 

  • শোক সংবাদ!
  • মোমেনশাহী দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জুবায়েদ হোসেনের পিতার ইন্তেকাল
  • “মেহেরপুর চিত্র” পরিবারের পক্ষ থেকে গভীর শোকাহত প্রকাশ

“হজরত আলী মন্ডল”
ময়মনসিংহ জেলা সদর, চরসিরতা গ্রামের মোড়ল বাড়ি (মোঃ জুবায়েদ হোসেন মাস্টারের বাবা, “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলির সভাপতি, মোংলা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট-খুলনা’র সিনিয়র শিক্ষক।) বুধবার আনুমানিক মধ্য রাত ১২.৪০ মিনিটের সময় ৯৫বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার ছেলে-মেয়ে, আপনজন, আত্মীয়-স্বজন, বহু গুনগ্রাহী রেখে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে না ফিরার দেশে পাড়ি দিয়ে চলে গেছে-

[(ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রজি’ঊন। আল্লা-হুম্মা আজিরনী ফী মুসীবাতী ওয়াআখলিফলী খইরম্ মিনহা), অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদের তাঁরই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ !আমাকে আমার বিপদের বিনিময়ে সওয়াব দাও এবং যা হারিয়ে গেছে তা অপেক্ষা উত্তম কিছু প্রদান কর।]

“মেহেরপুর চিত্র” একটি অনলাইন নিউজ পোর্টাল ও হৃদয়ে গাঁথা জন্মভূমি “প্রিয় কালাচাঁদপুর” (একটি ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক সংগঠণ), কালাচাঁদপুর, মেহেরপুর-৭১০০।
ফেসবুক গ্রুপ পরিবারের পক্ষ থেকে-
“আমরা গভীর শোকাহত”

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রেখে যাওয়া পরিবারের সকল সদস্য বর্গের প্রতি সমবেদনা ও সদস্যদের যেন সৃষ্টিকর্তা ধর্যধারণ করার তৌফিক দান করেন। আমিন।।

[বি:দ্র: মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বুধবার জোহরের নামাজের পর।]

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন