Home » মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত

মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
2292 ভিউস

মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত

এম. সোহেল রানা, মেহেরপুর প্রতিনিধি: সৃজনশীল সাহিত্য বিকাশে…”মোমেনশাহী দর্পণ” (একটি অনিয়মিত মাসিক সাহিত্য পত্রিকা) কর্তৃক আয়োজিত “মোমেনশাহী দর্পণ” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য

রবিবার (৪জুন-২৩) বেলা ১২টার সময় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে মোঃ নাদিমুল হকের (বিএসসি,গনিত) পরিচালনায় অনুষ্ঠানটি কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এবং খুলনা থেকে প্রকাশিত “মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক ও মেহেরপুর জেলা প্রতিনিধি এম. সোহেল রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি সূচনা করা হয়।

মোমেনশাহী দর্পণ সহ-সম্পাদকের স্বাগত বক্তব্য

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ আঃ রহিম, কাউন্সিলর ৪নং ওয়ার্ড, মেহেরপুর পৌরসভা, মেহেরপুর।

বিশেষ অতিথির বক্তব্য

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক, মেহেরপুর জেলা প্রতিনিধি দৈনিক “সংগ্রাম”, সম্পাদক ও প্রকাশক “মেহেরপুর চিত্র”। শিক্ষক প্রতিনিধি মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ নাহারুল ইসলাম প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করায় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২২সালে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো- কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন, মিস.আইরিন অনামিকা মেধা, মোছাঃ জুলিয়া খাতুন।

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১১জন, মোছাঃ জোনাকী খাতুন, মোছাঃ তাবাসসুম আক্তার, মোছাঃ সেলিনা খাতুন, মোছাঃ সুরাইয়া ইয়াসমিন, মোছাঃ লাজুক, মোছাঃ তাসফিনা আক্তর ঐশি, মোছাঃ রত্না খাতুন, মিস. কবিতা খাতুন, মিস. রাবেয়া খাতুন তাপসি, মোছাঃ ফারহানা তাসমিম জলি, মোছাঃ তানিয়া খাতুন প্রমুখ।

সভাপতির অনুষ্ঠান সমাপনি বক্তব্য

শত ভাগ পাসের কৃতিত্ব অর্জন করায় ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০২২সালের জিপিএ-৫ প্রাপ্ত ১৩জন কৃতি শিক্ষার্থিকে সম্মানা স্মারক ও সনদ প্রদান করা হয়। মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারিসহ শিক্ষার্থী বৃন্দরা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন