Home » মেহেরপুর হোটেল বাজার এজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

মেহেরপুর হোটেল বাজার এজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
430 ভিউস

মেহেরপুর চিত্র
১১/০৬/২৩
মেহেরপুর হোটেল বাজার এজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছেন হোটেল বাজার এজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে একটি লাশ উদ্ধার করেছেন। এই খবর পেয়ে সদর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে এজাজ প্লাজা আবাসিক হোটেল ৪০২ নম্বর কক্ষে কাজ শুরু করে । লাশের সন্ধান মিলে কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের আঃ রহিমের ছেলে অটোচালক আব্দুর রহমান। পারিবারিক সূত্রে নিহতের ভাই মিজানুর রহমান জানা যায় গত শুক্রবারে তিনটের সময় অটো রিক্সা নিয়ে মেহেরপুর উদ্দেশ্যে রওনা দেন। এরপরে থেকে তিনি আর বাসায় ফেরেননি। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন গত শনিবারে পরিবার থেকে আমাকে জানানো হয় আব্দুর রহমান অটো নিয়ে আর বাসায় ফেরেননি। নিখোঁজ এর বিষয়ে সদর থানায় জানানো হয়েছিল । পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার সন্ধান মেলেনি। আজ জানতে পারলাম হোটেল বাজার এজাজ প্লাজা আবাসিক হোটেল থেকে হাত, পা, বাঁধা অর্ধ গলিত জবাই করা আব্দুর রহমান লাশ উদ্ধারকরেছেন পুলিশ। কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান ও পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মেহেরপুর সদর থানা পুলিশ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন