Home » মেহেরপুর সাহিত্য পরিষদের সাহিত্য বাসর অনুষ্ঠিত

মেহেরপুর সাহিত্য পরিষদের সাহিত্য বাসর অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
827 ভিউস

মেহেরপুর সাহিত্য পরিষদের সাহিত্য বাসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১জুলাই-২৩) সন্ধ্যায় মেহেরপুর সাহিত্য পরিষদের কার্যালয়ে সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়।

সাহিত্য বাসরে উপস্থিত সদস্যদের একাংশ 

মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি আবুল হাসেম মাষ্টার, সাহিত্য সম্পাদক আবু লায়েছ লাবলু, সাংগঠনিক সম্পাদক জিএফ মামুন লাকী, যুগ্ম-সম্পাদক এম এস এ মান্নান, সাংস্কৃতিক সম্পাদক আশাদুল হক খোকন, অর্থ সম্পাদক উবাইদুল রহমান, নির্বাহী সদস্য মহিবুল ইসলাম, বদরুদ্দোজা, সাইফুল ইসলাম, আফরাহীম রহমান জীম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন