Home » মেহেরপুর সাহিত্য পরিষদে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

মেহেরপুর সাহিত্য পরিষদে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
753 ভিউস

মেহেরপুর সাহিত্য পরিষদে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

এম. সোহেল রানা, মেহেরপুর: মেহেরপুর সাহিত্য পরিষদে মাসিক আলোচনাসভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩জুন২০২৩) সন্ধ্যায় মেহেরপুর সাহিত্য পরিষদ কার্যালয়ে আলোচনাসভা ও মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

স্বরচিত কবিতা পাঠ করছেন, সাহিত্য সম্পাদক

মাসিক আলোচনা ও সাহিত্য আসর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। সঞ্চালনায় ছিলেন- মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি আবুল হাসেম, অর্থ সম্পাদক উবাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জি.এফ মামুন লাকী প্রমুখ।

আলোচনাসভা ও সাহিত্য আসরের একাংশের চিত্র

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, সংগঠনের সাহিত্য সম্পাদক আবু লায়েছ লাবলু, সহ-সাধারণ সম্পাদক এস এম এ মান্নান, সাংস্কৃতিক সম্পাদক আশাদুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য বদরুদ্দোজ্জা বিশ্বাস, মহিবুল ইসলাম, আফরাহীম রহমান জীম ও সাইফুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
1

রিলেটেড পোস্ট

মতামত দিন