মেহেরপুর সাহিত্য পরিষদে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
এম. সোহেল রানা, মেহেরপুর: মেহেরপুর সাহিত্য পরিষদে মাসিক আলোচনাসভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩জুন২০২৩) সন্ধ্যায় মেহেরপুর সাহিত্য পরিষদ কার্যালয়ে আলোচনাসভা ও মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
মাসিক আলোচনা ও সাহিত্য আসর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। সঞ্চালনায় ছিলেন- মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি আবুল হাসেম, অর্থ সম্পাদক উবাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জি.এফ মামুন লাকী প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, সংগঠনের সাহিত্য সম্পাদক আবু লায়েছ লাবলু, সহ-সাধারণ সম্পাদক এস এম এ মান্নান, সাংস্কৃতিক সম্পাদক আশাদুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য বদরুদ্দোজ্জা বিশ্বাস, মহিবুল ইসলাম, আফরাহীম রহমান জীম ও সাইফুল ইসলাম প্রমুখ।