
মেহেরপুর চিত্র
১০/০৬/২৩
মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে শ্যালো
মেশিন চোর আটক করেছে জনতা। এলাকা সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার সময় আমঝুপি সাঁকো পাড়া বাটকিমারীর মাঠে থেকে মোঃ মটর আলীর শ্যালো মেশিন মাঠ থেকে ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছিল বলে জানান মেশিনের মালিক
মোঃ মটর আলী তিনি বলেন আমঝুপি হাট পাড়ার নজরুলের ছেলে খোকন (২২) তার ভ্যান থেকে শ্যালো মেশিন আটক করা হয় এবং আমঝুপি ইউনিয়ন পরিষদে হেফাজতে দেওয়া হয়। এই খবর এলাকায় পৌঁছালে আমজনতা আমঝুপি ইউনিয়ন পরিষদের সামনে জমায়েত হতে থাকে । মেহেরপুর সদর থানার পুলিশ কে খবর দিলে আটককৃত খোকনকে মেহেরপুর সদর থানা পুলিশ একটি টিম আটক করে নিয়ে যায়।