Home » মেহেরপুর মুজিবনগর ৭৩-১ আসনের মেহেরপুর জেলা আওয়ামী লীগের একাংশে স্বতন্ত্র প্রার্থীর নাম ঘোষণা

মেহেরপুর মুজিবনগর ৭৩-১ আসনের মেহেরপুর জেলা আওয়ামী লীগের একাংশে স্বতন্ত্র প্রার্থীর নাম ঘোষণা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
595 ভিউস

মেহেরপুর চিত্র
২৯/১১/২৪

আসন্ন দ্বাদশ সংসদীয় আসনে ৭৩ -১ মেহেরপুর মুজিবনগর – সংসদীয় নির্বাচনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের এক অংশের মতামতের ভিত্তিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২ বারে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান কে স্বতন্ত্র নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা সাড়ে ৮ সময় মেহেরপুর হোটেল বাজার নিউমার্কেটের সামনে, অনুষ্ঠানের নেতাকর্মীদের করতালির মাধ্যমে প্রফেসর আব্দুল মান্নানকে বরণ করে নেন। প্রফেসর আব্দুল মান্নান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বীমূলক ও উৎসব মূর্খ নির্বাচন উপহার দিতে চান তিনি। প্রার্থীর নাম ঘোষণা করেন মেহেরপুর সদর উপজেলা সাবে আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল। তিনি বলেন মেহেরপুর মুজিবনগর সংসদীয় আসনে সকল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে প্রফেসর আব্দুল মান্নান কে মেহেরপুর মুজিবনগর আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো। অতএব আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানকে বিজয় করার অঙ্গীকার ব্যক্ত করেন মেহেরপুর জেলার আওয়ামী লীগের একাংশের নেতারা

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন