![](https://meherpurchitra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেহেরপুর, মুজিবনগর, গাংনী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ডিসেম্বর-২৪) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশ পুলিশ, জেলা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। অত্যন্ত স্বল্প পরিসরে অনুষ্ঠিত মহান বিজয় দিবস অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মহীউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাকসুদা আখতার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর, তরিকুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভায চন্দ্র বালা, মেহেরপুর বিএডিসির পক্ষে আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের উপপরিচালক জিয়াউর রহমান, মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার ব্যানার্জি। মেহেরপুর প্রেসক্লাব এর পক্ষে সভাপতি ফজলুল হক মন্টুসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।