Home » মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদে নব নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান।

মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদে নব নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
410 ভিউস

মুজিবনগর প্রতিনিধি :
০৩/০৬/২৪
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজিব ওমহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় মুজিবনগর উপজেলা পরিষদ মিলনাতয়নে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝে নেন। মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়াজনে দায়িত্ব হস্তান্তর ও মাসিক সাধারন সভার অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত রত্ন, উপজো কৃষি অফিসার আব্দুল মোমেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজিব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, সাধারন সম্পাদক জামাত আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন