Home » মেহেরপুর মুজিবনগর উপজেলায় তারানগর গ্রামে কুপিয়ে ১ জনকে হত্যা

মেহেরপুর মুজিবনগর উপজেলায় তারানগর গ্রামে কুপিয়ে ১ জনকে হত্যা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
103 ভিউস

মুজিবনগর সাংবাদিকতা
১০/০৮/২৪
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর
গ্রামে আলম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে দুষ্কৃতী কারীরা । শনিবার মধ্যরাতে তারনগর গ্রামে আলম হোসেনের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আলম হোসেন তারানগর গ্রামের আগবত হোসেনের ছেলে।
জানা গেছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের মাদক ব্যবসায়ী আলম নিজ বাড়িতে চৌকির উপর ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ৬/৭ জনের সন্ত্রাসী দেশীয় অস্ত্রধারী তার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলো পাতাড়ী কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যাই। জানা গেছে আলম হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী । তার লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় রাখা হয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন