Home » মেহেরপুর মুজিবনগরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

মেহেরপুর মুজিবনগরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
517 ভিউস

মুজিবনগর প্রতিনিধিঃ
২৩/০৩/২৩
মেহেরপুরের জেলা মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কৃতি সন্তান অত্র গ্রামের কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায় গত রাত্রে ১ টার সময় তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে নমৃত্যুবরণ করেন । আজ সকাল ১০টার সময় দারিয়াপুর ফুটবল মাঠে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, এস.আই সজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাব আলহাজ আহসান আলী বীর মুক্তিযােদ্ধা আলহাজ নজরুল ইসলাম মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন।
রাস্ট্রীয় মর্যাদা জানাজা নামাজ শেষে দারিয়াপুর উত্তর পাড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন