Home » মেহেরপুর বলিয়ারপুর যুবসমাজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর বলিয়ারপুর যুবসমাজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
531 ভিউস

বারাদি প্রতিনিধি
২১/০৪/২৩
মেহেরপুর বলিয়ারপুর যুবসমাজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার গ্রামের অসহায় পরিবারের মাঝে তুলে দেন । আজ শুক্রবার বিকাল থেকে আয়োজনের কার্যক্রম শুরু করা হয় । ঈদ উপহার হিসেবে শেমাই ,চিনি, দুধ, তৈল ময়দা আরো অন্যান্য জিনিসপত্র।
সংগঠনের অন্যতম সদস্য আশিক আলী বলেন আমাদের স্লোগান ভালো কাজে অগ্রণী ভূমিকা তাই আমরা গ্রামের সকল ভালো কাজে সহযোগিতা করিব। বলিয়ারপুর গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের পাশে থেকে সাহস দেওয়ার আহবান জানাচ্ছি,, উজ্জ্বল বলেন আমরা প্রতিবছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ঈদের সময় অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন,,‌। ঈদুল ফিতর উপলক্ষে সাংগঠনের সদস্যরা ঈদ সামগ্রী উপহার নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেয়ে পৌঁছে দেন । এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আশিক আলী , উজ্জল হোসেন , মানিক মিয়া , ইউনুস আলী,

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
1

রিলেটেড পোস্ট

মতামত দিন