Home » মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত

মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
548 ভিউস
  • মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত
  • সদস্যদের মতামত গ্রহণ
  • বার্ষিক পরিকল্পনা প্রণয়ন
  • পরামর্শ ভিত্তিতে প্রেসক্লাবের নতুন বছরের কার্যক্রম বাস্তবায়িত

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছ।

শনিবার (৩১ ডিসেম্বর-২২) বেলা ১০টার সময় মেহেরপুর কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্বে করেন- প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, আলোচনায় অংশগ্রহণ করেন- সহ-সভাপতি ফারুক মল্লিক, সহ-সভাপতি মহাসিন আলী মাস্টার, যুগ্ম সম্পাদক রামিজ রাজা , সাংগঠনিক সম্পাদক বেনা ইয়ামিন মুক্ত, অর্থ সম্পাদক জিএফ মামুন লাকী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির।

সাংবাদিকবৃন্দ

সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিট, রশিদ খান আল, রফিকুল আল, সিনিয়র সাংবাদিক মহাসিন আলী আঙ্গুর , তুহিন আরন্য,  উপদেষ্টা ওয়াজেদুল হক জেদু, কামরুজ্জামান খান, আবু লায়েছ লাবলু, নুহু বাঙালি, গোলাম মোস্তফ, মেহের আমজাদ, জাহির হোসেন চঞ্চল, জুলফিকার আলী কানন, রেজাআন উল বাসার তাপস, রাজিবুল হক সুমন, মামুনুর রশিদ , আকতারুজ্জামান, আবু সাঈদ, হামিদুর রহমান কাজল, আসিফ ইকবাল, উম্মে ফাতেমা রোজিনা, জাহিদুর রহমান, হাসানুজ্জামান খান উজ্জল, মীর মাহলায়েল শিশির, জাকির হোসেন, প্রতি বছর ন্যায় এবারও বছরের শেষ সাধারণ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন পরামর্শ ভিত্তিতে প্রেসক্লাবের নতুন বছরের কার্যক্রম বাস্তবায়িত হবে, সদস্যদের মতামত গ্রহণ করেন সভাপতি সদস্যদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন । অনুষ্ঠান পরিচালনা করেন- সাংগঠনিক সম্পাদক বেনা ইয়ামিন মুক্ত।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন