Home » মেহেরপুর পুলিশের অভিযান ৯৭ বোতল ফেনসিডিল ১ কেজি সহ দুইজন আটক

মেহেরপুর পুলিশের অভিযান ৯৭ বোতল ফেনসিডিল ১ কেজি সহ দুইজন আটক

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
418 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
২৯/০৪/২৩

মেহেরপুর পুলিশের মাদক বিরোধী অভিযান ৯৭ বোতল ফেনসিডিল ১ কেজি গাঁজা সহ আটক হয়েছে দুইজন । মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। গোপন সূত্রে জানতে পারে শনিবার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে মধ্যে দিয়ে বড় ধরনের মাদকদ্রব্য চালান আসছে। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ২ টার
সময় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া টাওয়ারের সামনে করে পুলিশ প্রস্তুত নিয়ে থাকে। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে ফেনসিডি ও গাঁজা ফেলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে আটক করেন এরা হলেন সাব্বির হোসেন ও নাজমুল শাহাদাত শুভ। মাদক ব্যবসায়ীক আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মাহবুব ইসলামের ছেলে এবং নাজমুল শাহাদাত শুভ মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মহসিন আলীর ছেলে। তাদের নিকট থেকে ৯৭ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা সাব্বির হোসেন ও নাজমুল শাহাদাত শুভ কে আটক করেন পুলিশ ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২জনের
নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে জানান পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করণের লক্ষ্যে মাদকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি জনগণ সহযোগিতা করলে জিরো টলারেন্স করা সম্ভব।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন