Home » মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মকর্তা, -কর্মচারীদের, কর্ম বিরতি পালন

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মকর্তা, -কর্মচারীদের, কর্ম বিরতি পালন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
56 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০১/০৭/২৪

সারা বাংলাদেশে নেয় মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মকর্তা, -কর্মচারীদের কর্ম বিরতি পালন করেছে। জানা গেছে আজ ১ পহেলা জুলাই সারা বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির একযোগে কর্মপরিতে শুরু করেছে। সমিতির নিজস্ব অফিসের সামনে তাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের, নিয়মিত করতে হবে এবং অভিন্ন বেতন থেকে সম ভিত্তিকে বেতন চালু করতে হবে।তারা বক্তব্যে বলেন এই দাবি যতক্ষণ মানা না হবে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহ সারা বাংলাদেশের পল্লীবিদ্যুৎ সমিতি একযোগে কর্মবিরতি পালন করবে। মক্তবে আরো বলেন প্রধানমন্ত্রী সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে,নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবে পল্লী বিদ্যুতের সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাবে বলে জানান বক্তারা।দাবি না মানা হলে বৃহত্তম আন্দোলনে যাবে পল্লীবিদ্যুৎ সমিতি।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন