Home » মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ

মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
363 ভিউস

মেহেরপুর চিত্র
১৮/০৮/২৩
মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান (ছাতু) নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় । জানা গেছে আগামীকাল কেন্দ্র ঘোষিত পদযাত্রা সফল করার লক্ষ্যে, আজ সকাল সাড়ে ৯ সময় মেহেরপুর বড়বাজার কাঁচা মার্কেট সহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক (লিটন), জেলা বিএন পি’ যুগ্ন সম্পাদক অধ্যাপক ফয়জ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেনন ), বিএনপি নেতা ইউনুস আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান (লাভলু), জেলা যুবদলের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা জিয়া মঞ্চের আহবায় এডভোকেট নজরুল ইসলাম, জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম (মনি), যুবদলের নেতা শামীম, ফারদুল, উজ্জল, শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা বলেন আগামী কালকে পদযাত্রায় সফল করার লক্ষ্যে জেলার প্রত্যেকটা ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, মহল্লায় প্রচার পত্র বিলি করছেন তারা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন