
মেহেরপুর চিত্র
১৭/০৪/২৩
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে, মেহেরপুর জেলার খামারিদের উদ্দেশ্যে তাপদাহে পরামর্শ প্রদান করছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব সাইদুর রহমান। তিনি বলেন মেহেরপুর জেলায় তাপ প্রবাহে প্রাণিসম্পদের ব্যবস্থাপনায় জরুরী করণীয় বিষয়। সারা দেশে ন্যায় মেহেরপুর জেলাতেও প্রচন্ড তাপ প্রবাহ বইতেছে । তাপ প্রবাহে গবাদিপশু ও হাসমুরগীর প্রতি বাড়তি ব্যবস্থাপনা নিতে হবে।
১। গবাদিপশু / পোল্ট্রির ঘর শীতল রাখার ব্যবস্থা করতে হবে। টিনের চালে পানি ছিটাতে হবে ফ্যানের ব্যবস্থা করতে হবে।
২। গোসল করাতে হবে বা গরুর গায়ে পানি ছিটিয়ে দিতে হবে।
৩। স্যালাইন খাওয়াতে হবে বা গুড় ও লবন দিয়ে স্যালাইন বানাতে হবে।
৪ । বাহিরে বেশী তাপমাত্রায় গবাদিপশু বাধাঁ যাবে না।
৫। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আবদ্ধ ঘরে গবাদিপশু না রেখে প্রাকৃতিক ছায়াযুক্ত জায়গায় বাধতে হবে।৬। অতিরিক্ত গরমে খাবার সরবরাহ কম দিয়ে ঠান্ডা বা শীতল সময়ে খাবার বাড়িয়ে দিতে হবে।
৭। প্রচন্ড গরমে কৃর্মিনাশক বা টিকা প্রদান পরিহার করতে হবে শীতল সময়ে দেয়া যেতে পারে। ৮। সম্ভব হলে মিনারেল মিক্সার ব্লক সরবরাহ করা যেতে পারে।
৯। জরুরী প্রয়োজনে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করবেন।
যোগাযোগ ঃ ০১৮২৭৭৮৭৬২৬/ ০১৭৬০২৪৬৮৪৩