Home » মেহেরপুর জেলা জামাতের মায়ামারী গ্রামে অগ্নিকাণ্ড ৪ টি পরিবারদের মাঝে আর্থিক ও ঈদ সামগ্রী সহায়তা প্রদান ।

মেহেরপুর জেলা জামাতের মায়ামারী গ্রামে অগ্নিকাণ্ড ৪ টি পরিবারদের মাঝে আর্থিক ও ঈদ সামগ্রী সহায়তা প্রদান ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
371 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
০৪/০৪/২৪

মেহেরপুর জেলা জামাতের উদ্যোগে মায়ামারী গ্রামে অগ্নিকাণ্ড ৪ পরিবারদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন। জানা গেছে গত ২ এপ্রিল বেলা চারটার সময় রান্নাঘর থেকে বসতভিটায় ঘরে আগুন ধরে যায়। এতে করে ওই পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে । এতে করে খোলা আকাশের নিচে ওই ৪ টী পরিবার মানবতার জীবন যাপন করছে। সামাজিক মাধ্যমে প্রচার হবার পর মেহেরপুর জেলা জামাতের উদ্যোগে ৪ টা পরিবারদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামাতের আমির মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমি মাওলানা সোহেল রানা, সেক্রেটারি জাবারুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন