Home » মেহেরপুর জেলা ছাত্র শিবিরের দায়িত্বশীল, নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও উপাসনা পাহারা প্রদান

মেহেরপুর জেলা ছাত্র শিবিরের দায়িত্বশীল, নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও উপাসনা পাহারা প্রদান

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
121 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০৮/০৮/২৪

মেহেরপুর জেলা ছাত্র শিবিরের দায়িত্বশীল ও জেলা জামায়াতের ইসলামী নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও উপাসনা, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা প্রদান করছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের ইসলামী জেলা সেক্রেটারি মো: ইকবাল হোসেন। তিনি সাংবাদিকদের বলেন মেহেরপুর জেলায় যতগুলো সংখ্যালঘুদের মন্দির এবং উপাসলায়, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আছে রক্ষা করার দায়িত্ব এই জেলার সংখ্যাগরিষ্ঠ মানুষদের। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর অবৈধ ও ভোট বিহীন আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের অত্যাচারে ২০২৪ সালের নতুন করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে ছাত্র সমাজকে । এই অর্জনকে কেউ ভলেন্ট্রিত করতে না পারে সেই বিষয়ে জেলার মানুষদের সচেতন থাকতে হবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন