Home » মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেহেরপুর সদর, মুজিবনগর,গাংনী উপজেলায় পরিছন্নতার কাজ সুরু

মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেহেরপুর সদর, মুজিবনগর,গাংনী উপজেলায় পরিছন্নতার কাজ সুরু

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
120 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০৯/০৮/২৪
মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেহেরপুর সদর, মুজিবনগর,গাংনী উপজেলায় পরিছন্নতার কাজ সুরু করেছেন বলে জানিয়েছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন । মেহেরপুর পৌরসভার ছাত্র শিবিরের উদ্যোগে পৌরসভা সহ মেহেরপুর শহরের বিভিন্ন অলিগলিতে ছাত্রশিবিরের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এতে অংশ নিয়েছেন ছাত্রশিবিরের নেতা কর্মীরা। এ সময়ে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ আব্দুস সালাম। এদিকে মুজিবনগর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা সাংবাদিকদের জানান সবকিছুতেই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের পরিবেশ আমাদেরকেই রাখতে হবে সুরক্ষিত। এর অংশ হিসেবে মুজিবনগর উপজেলা শহরের প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাসেল মোহাম্মদে সহ- শিবিরের নেতাকর্মীরা। গাংনী উপজেলায় একই সময়ে ছাত্র শিবিরের নেতৃত্বে পরিছন্নতার কাজ শুরু করেছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন