Home » মেহেরপুর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্ঠিত ।

মেহেরপুর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্ঠিত ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
378 ভিউস

নিজস্ব সংবাদদাতা
১৪/০৪/২৩
মেহেরপুর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর বড়বাজার স্থল তাজুল এন্টারপ্রাইজের নিজস্ব হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির কমিটির সভাপতি মো:তাজুল ইসলাম, সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম সহ মেহেরপুর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সদস্য গন। ইফতারের আগে ব্যবসায়ী সমিতির কল্যাণ সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয় ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন