Home » মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলায় স্কাউটস’র বিপি দিবস উদযাপন

মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলায় স্কাউটস’র বিপি দিবস উদযাপন

কর্তৃক Md. Sohel Rana
540 ভিউস

মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলায় স্কাউটস’র বিপি দিবস উদযাপন

মুুজিবনগর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলায় স্কাউটিংয়ের জনক “রবার্ট স্টীফেনশন স্মিথ লড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল”সংক্ষেপে বিপি এর ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিপি দিবস উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউট, মুুজিবনগর উপজেলা শাখার আয়োজনে বুধবার (২২ফেব্রুয়ারী-২৩) সকাল সাড়ে ১০টায় মুুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কাউট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা স্কাউট লিডার শাহিনুজ্জামান, স্কাউট কমিশনার রুৎ ছবি বিশ্বাস, স্কাউট সম্পাদক মোবারক হোসেন, কাব লিডার ফারুক হোসেন ও মুুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী স্কুল চত্বর প্রদিক্ষন করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন