Home » মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাঠে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায়।

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাঠে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায়।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
427 ভিউস

মুজিবনগর প্রতিনিধি :
২০/০৪/২৩

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাঠে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায়। আজ (২০ এপ্রিল/২৩) বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফাকা মাঠে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায় ও মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। গ্রামের চারটি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও জোহরের নামাজ শেষে এলাকার মুসল্লিগণ ,জনতা,বালক শিশু, বৃদ্ধ সকলকে নিয়ে এস্তেস্কার নামাজ আদায় শেষে খোলা মাঠে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও, হাবিবুর রহমান।আল্লাহ তাআলার নিকট এই প্রার্থনা যেন কবুল হয় এ বিষয়ে বিশেষ দোয়া করেন ইমাম সাহেবগণ ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন