Home » মেহেরপুর জেলার কয়েক ঘন্টার ব্যবধানে দুটি গ্রামে দিন-দুপুরে চুরি

মেহেরপুর জেলার কয়েক ঘন্টার ব্যবধানে দুটি গ্রামে দিন-দুপুরে চুরি

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1078 ভিউস

ভ্রাম্যমান প্রতিনিধি;মোঃ ইউনুস আলী:
২০/১০/২২

মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিউনের দিন-দুপুরে সোনাপুর ও বলিয়ারপুর গ্রামের দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

বলিয়ারপুর গ্রামের ৮নং ওয়ার্ডের মোঃ অজিত আলীর বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভুগির পরিবার জানান, আমরা সবাই মাঠে ঝাল তুলতে যায়। সকাল ১০ টায় সময় আমার আম্মু আমাদের জন্য খাবার নিয়ে যায় মাঠে। বাড়ির সকলে মাঠে থাকার কারণে বাড়ির প্রাচির পার হয়ে চোর ভিতরে প্রবেশ করে। বেলা ১২টার সময় বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে দেখি আমাদের রুমের জিনিস পত্র এদিক ওদিক ছিটানো। আমাদের বাড়িতে টাকা রাখার স্থানে টাকা দেখতে যেয়ে দেখি টাকা নেই, এবং স্বর্ণের গহনা গুলোও নেই। তখন বাড়ির সকলে দিশেহারা প্রায়। বাড়ির লোকদের আহাজারিতে পাড়ার লোকজন তাদের দেখতে আসে তাদের কি হয়েছে। এব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ করার প্রস্তুতি চলছে, বলে জানান ভুক্তভোগী পরিবারগুল।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন