
মুজিবনগর প্রতিনিধি
২৮/০২/২৩
মেহেরপুর জেলায় বিডিপির প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার উদ্যোগে এক প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি(বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। বক্তা রাখেন পার্টির জেনারেল সেক্রেটারি মুহা. নিজমুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রিয়াদ হোসেন, জেলা সহ সভাপতি নূর রহমান, আলাউদ্দিন,জেলা সহকারী সেক্রেটারী আমির হোসেন ও মুনজুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মজনুল হক,প্রচার সম্পাদক রবিউল ইসলাম রুমান,অফিস সম্পাদক জমিরুল ইসলাম,কোষাধ্যক্ষ মজনুল হক,সমাজ কল্যান সম্পাদক আমানউল্লাহ,সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক,মুজিবনগর উপজেলা বিডিপির সভাপতি জনাব খাইরুল বাসার,সহসভাপতি সেলিম হোসেন খান,সহ-সেক্রেটারী রাকিব ফরহাদ,অফিস সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ আমির হোসেন,সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উদ্দীন। বিডিপি চেয়ারম্যান আরো বলেন, বিচার ব্যবস্থা এখন সামন্ত যুগের বল প্রয়োগ ও ক্ষমতার কাছে জিম্মি। এ অবস্থা থেকে জনগণের ঐক্যের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিঃশ্চিত করাই বিডিপির অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।বলেছেন, আইনের চোখে সকল নাগরিক সমান এই নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটিই এক নাম্বার কাজ হওয়া উচিত